শিগগিরই বহুল প্রতীক্ষিত সাইবার সুরক্ষা আইন পাস হতে যাচ্ছে, যেখানে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে এসবের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন আইনটি পাস হওয়ার পরপরই অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, এ ধরনের বেটিং ওয়েবসাইটগুলোও বন্ধ করে দেওয়া হবে।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী কোম্পানিগুলোর অনলাইন জুয়ার সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে বিকাশ, রকেটের মতো এমএফএসগুলোর বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টো কারেন্সি ও ই-কমার্স এমএলএমের নামে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। নতুন সাইবার আইন কার্যকর হওয়ার পর এসব অভিযোগ তদন্ত করে দেখা হবে।