হিরা আক্তার চৈতি, গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ফেসবুক, টিকটকে একটিভ আছেন নিয়মিত। সব সময় তার হাসি সবাইকে মুগ্ধ করে। অনেকটা শখের বশেই একসময় টিকটক ফেসবুকে টুকটাক ভিডিও দিতেন। এভাবেই হীরার যাত্রা শুরু হয়।
বিগত প্রায় পনেরো বছর যাবত তিনি ঢাকার যাত্রাবাড়ীর বসবাস করছেন। এরইমধ্যে হিরা নাটকে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন। তবে তার আগ্রহ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। বরিশালের মেয়ে হিরা আক্তার চৈতি ‘হীরা নামে তার টিকটক আইডি আছে। বর্তমানে হিরা জব করেন আর সময় পেলে টিকটকে ভিডিও পোস্ট করেন।
আগামীদিনের ভাবনা প্রসঙ্গে হিরা আক্তার চৈতি বলেন- এরইমধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে অভিনয় করবো কী করবোনা এটা নিয়ে দু’টানায় আছি। কিন্তু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার আমার ভীষণ শখ। দেখা যাক বাকীটা পথ কতোদূর যেতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়মিত অনুপ্রেরণা দেন ,সঠিক নির্দেশনা দিয়ে আমার পাশে থাকেন। সবার প্রতি আমার ভালোবাসা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে।