এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পালের নতুন একটি মৌলিক গান অবশেষে প্রকাশ্যে আসার উদ্যোগ নিচ্ছেন শাপলা পাল নিজেই।
দুই বছর আগে প্রজন্মের মেধাবী গীতিকার তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে ‘তুমি এসো শিশির ভোজ পায়ে’ শিরোনামের একটি গানের কাজ শুরু হয়েছিলো। পরবর্তীতে নানান কারণে গানটির কাজ থেমে যায়। কিন্তু এই সময়ে এসে শাপলা পাল নিজের মৌলিক গান প্রকাশে আরো মনোযোগী হয়ে উঠার কারণে তিনি চাচ্ছেন ‘তুমি এসো শিশির ভোজা পায়ে’ গানটি দ্রুত শ্রোতা দর্শককে উপহার দিতে। তাই এখন তিনি এই গানটির মিউজিক ভিডিওর কাজ দ্রুত সম্পন্ন করে নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন বলে জানালেন। গানটির মিউজিক অ্যারেজম্যান্ট করছে সাউণ্ড হ্যাকার।
শাপলা পাল বলেন,‘ তারেক আনন্দ ভাইয়ের লেখা অনেক গানই বিভিন্ন শিল্পীর কন্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তিনি আমার পছন্দের একজন গীতিকবি। তার লেখা এই গানটির প্রতিটি শব্দ আমার প্রিয়। আর ওয়াসী ভাইও কী যে ভীষণ ভীষণ মিষ্টি একটা সুর করেছেন। আমি মুগ্ধ। এই গীতিকবিতায় এর চেয়ে সুন্দর সুর আর হতে পারেনা। যাইহোক অবশেষে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যেই ভিডিও করে গানটি দ্রুত আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবো। আমার খুউব বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’
এদিকে অর্ধযুগ আগে দুর্গার আগমনীকে নিয়ে ‘সারেগামা বেঙ্গলি’তে প্রকাশিত হয়েছিলো ‘জাগো দুর্গা’ শিরোনামের গান। বাণী কুমারের কথায় ও পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীতে গানটি গেয়েছিলেন দ্বিজেন মুখার্জি। দ্বিজেন মুখার্জির কন্ঠে দুর্গার আগমনী এই গানটি বেশ সাড়া ফেলে বিশেষত কলকাতায়। শাপলা পাল ‘জাগো দুর্গা’ গানটি কাভার করে গত মহালয়ার দিনে প্রকাশ করেছেন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন মনির উদ্দিন।