হালের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার জান্নাতুল মনি। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। ব্র্যান্ডের প্রমোশনের সময় তার ব্যক্তিত্ব, শব্দ চয়ন এবং তার হাসি সবাইকে মুগ্ধ করে। একটি পরিমিতিবোধের মধ্যে থেকেই তিনি যথাযথ ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন। মিষ্টি হাসির নজর কাড়া সৌন্দর্যের জান্নাতুল মনির আসল নাম আশা মনি। অনেকটা শখের বশেই এক সময় ফেসবুকে টুকটাক ভিডিও দিতেন। তখন থেকেই বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, জামার প্রমোশনের অফার পেতে শুরু করেন। এভাবেই যাত্রা শুরু তার।
প্রায় দুই বছর যাবৎ তিনি ঢাকার খিলগাঁওয়ের একটি রেস্তোরাঁর ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিয়মিত কাজ করছেন। এরই মধ্যে জান্নাতুল মনি নাটকে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন। তবে তার প্রবল আগ্রহ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। মাগুরার মেয়ে জান্নাতুল মনির ‘জান্নাত ফ্যাশন হাউস’ নামে একটি পেজ রয়েছে। যা তার নিজ বাসা থেকেই পরিচালিত হয়। যেখান থেকে যে কেউ অনায়াসে পছন্দের শাড়ি, থ্রি প্রিস, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বোরখাসহ আরও যাবতীয় অনেক কিছু ক্রয় করতে পারবেন।
আগামী দিনের ভাবনা প্রসঙ্গে জান্নাতুল মনি বলেন, ‘এরই মধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। তবে অভিনয় করব কী করব না, এটা নিয়ে দোটানায় আছি। কিন্তু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার আমার ভীষণ শখ। আর স্বপ্ন দেখি জান্নাত ফ্যাশন হাউসটাকে অনেক দূর নিয়ে যেতে। আব্বু-আম্মুর প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ তারা সারাক্ষণ আমার পাশে থেকে আমাকে ভীষণ উৎসাহ দেন। দেখা যাক বাকিটা পথ কতদূর যেতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়মিত অনুপ্রেরণা দেন, পজিটিভ ভাইভ নিয়ে আমার পাশে থাকেন।’